দোলের বঙ্গ-বিশ্ব দর্শন

 দোল কি কেবল রঙের খেলা, মিলন মেলা নয়! আবাল - বৃদ্ধ - বনিতা এদিন মেতে ওঠে লাল,নীল,হলুদ,সবুজের আনন্দে।আবীর ও তরল রঙ একে অপরের হৃদয়কে ছুঁয়ে যায়।

মন্দকে পিছনে রেখে শুভ আর কল্যাণকে সাথী করে এগিয়ে যেতে চায় বাঙালি ও অন্যান্য হিন্দুরা।কলকাতায় অবশ্য খ্রিস্টান ও মুসলিম ভাই,বোনদেরকেও সামিল হতে দেখা যায় এই উৎসবের উদযাপনে।রাধাকৃষ্ণের রূপকে নিজেদের জীবনের আনন্দকে আলিঙ্গন করে সকল বয়সের মানুষ।কোনও এক সময়ে ধর্মের মোড়কে মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করে পরবর্তীতে ক্রমে বিশ্বমিলন যজ্ঞের দর্শনে ঠাঁই মিলেছে এই দেহ,মন রাঙানো উৎসবের।


https://youtu.be/_n5I-qa8SiE?si=2g7xDAt7h6QgXxeV


https://youtu.be/21kU5quVODE?si=tkn1u_DBSF1-n1cC


ভক্ত প্রহ্লাদকে পূর্ব দিবসে তার পিসি হোলিকার কোলে বসে মৃত্যুতে ঢলে পড়ার হাত হতে রক্ষা করেন ভগবান।পরিবর্তে আগের দিন সাঁঝ বেলায় আনন্দের সঙ্গে খলনায়িকা হোলিকাকেই আগুনে পুড়িয়ে ফেলতে বঙ্গে চলে ন্যাড়াপোড়া উৎসবের সমারোহ।আসলে নতুন বছর শুরু হওয়ার পূর্বেই পুরাতন কালিমাকে বিদায় দেবার রীতি এটি।নতুন উদ্যমে রঙের খেলায় মাতোয়ারা হয়ে সকলে মিলে একসাথে সুন্দর ও সত্যে ঘেরা আগামীর উদযাপনের পরব এই দোল বা হোলি।এটিকে কেন্দ্র করে যুগে যুগে রচিত হয়েছে নানান কথা আর উপকথা। বিশ্বকবির ভাষায় না বললেই নয়, " ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো।" আরেকটি বার  সবাই মিলে চেষ্টা করে দেখতে চায়_ আগামী যদি হয় আরও সুন্দর ,আরও অধিক সম্ভাবনাময়!!

🙏

মন্তব্যসমূহ

  1. ✍️হোলির দর্শন প্রতিদিনের জীবনেও প্রতিফলিত।প্রতি মুহূর্তেই মলিনতা কাটিয়ে শুদ্ধ সত্যের আহ্বানে হর্ষকাতর মনুষ্যপ্রতিম জনগণ।🙏

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দ্বীপান্তরের অন্তঃপুরে

জাগো সবলা !