রসনায় রসায়ন
" খাই খাই করো কেন, এসো বসো আহারে_ খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব _ থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি ফল - মূল শষ্য, আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য, রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত ক...