প্রকৃতি মায়ের সান্নিধ্য আকাঙ্ক্ষা কে না করে! ' ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ' দেখা শিশিরবিন্দু সুলভ, তা মানি।তবু অজানাকে জানবার আগ্রহ আর ইতিহাসের স্মৃতি - বিজড়িত দুর্গম স্থানগুলির রোমাঞ্চকর সৌন্দর্য্য যে হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের।মনে পড়ে যায় John Keats - এর সেই ছন্দোবদ্ধ উক্তিটি _ " Beauty is truth; truth beauty' _ that is all./Ye know on earth, and all ye need to know",... সেই রোমাঞ্চে শিহরিত হতে পাড়ি জমিয়েছিলাম দ্বীপান্তরের অন্তঃপুরে _ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ছোটবেলায় মানচিত্রে দেখে ভাবতাম মহাসাগরে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র ভূ - খণ্ড _ সেখানে কাক-পক্ষীও নেই। এরপর জানলাম, কঠিনতম অপরাধের শাস্তি _ আন্দামানে চালান।এই অবুঝ জ্ঞানভান্ডারে ছুরি - কাঁচির আঘাত পড়ল ১৯৮৬-৮৭ সালে যখন রামমোহন কলেজ থেকে হর্ষবর্ধন জাহাজে চড়ে আন্দামানে গিয়ে সেখান থেকে ' ওঙ্গী ' ধরে এনে তাদের বংশবৃদ্ধির পরীক্ষা - নিরীক্ষা ও গবেষণার বিষয়ে কথা উঠল।বাড়িতে বাবা - মায়ের মাথায় হাত, ' সে কী! ওরা তো এখনও বর্বর, সভ্য জগতের মানুষদের দেখলেই বিষ...
বিশ্বব্রহ্মাণ্ডের পারিবারিক চালিকা শক্তি বিশেষতঃ মেয়েরাই।তবু প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহুরে আদব কায়দায় বেড়ে ওঠা অথবা আদিবাসী রমণীর ধমনী পর্যন্ত সমাজের যাবতীয় কলঙ্কিত বিষাক্ত মিথ্যে রসপ্রবাহের অসার প্রয়াস সমাজকে নিম্নাভিমুখী করেছে বারেবার।কিন্তু, কেন এই দ্বিচারিতা! সমাজের উন্নয়ন কামনা করি আমরা।অথচ, ছলে বলে কৌশলে নারীর পরিশ্রমের ছদ্মমূল্যকে গোপনে ঢেকে এগিয়ে চলবার উদ্যোগ চলেছে দিকে দিকে।উপরে উঠে নানান অভিমুখে গতিশীল হতে চায় সমাজ।আর তার সদস্যরা ভুলে বসে থাকেন_ এই সমাজ আসলে একটি পক্ষীর রূপক বৈ নয়। তার একটি ডানা পুরুষ আর অন্যটি নারী! শুধু পুরুষের উন্নয়ন ঘটলে আর নারীকে বেধে রেখে দিলে সমাজ নামের পাখিটি তার স্বভাবজাত উড্ডয়নে সক্ষম তো হয় না; উপরন্তু পুরুষ নামক ডানাটিকে নিয়ে উড়তে গিয়ে নাস্তানাবুদ হয়,পাখিটির ওই ডানাটি সমাজ পক্ষীর দেহ হতে ছিন্ন হয়ে পাখিটি ( সমাজ ) খোঁড়া হয়ে পড়ে।এই পঙ্গু সমাজের ধ্বংস অনিবার্য!নারীর মর্যাদাকে ক্ষুণ্ন করবার এই ঔদ্ধত্য শুধু আজ নয়, যুগে যুগে সম্পাদিত ন্যক্কারজনক আচরণ। আজ হয়তো বিশ্বজুড়ে রমরমিয়ে উদযাপিত 113 তম আন্তর্জাতিক নারী...
✍️ বন্ধুদের মূল্যবান সংযোজনে সমৃদ্ধ হোক চলতি পথে প্রিয়া-ভ্রমিত পথের কাহিনী।🙏
উত্তরমুছুন