আদুরে রাঙা পাথুরেডাঙায়
2024 -এ ডিসেম্বরের তিন তারিখে ABP আনন্দের সান্ধ্য খবরে নজর পড়তেই আপাত পাণ্ডববর্জিত গুণান্বিত ও পুরুলিয়া নামাঙ্কিত আমার প্রিয় আদুরে রাঙা পাথুরেডাঙ্গার নানান দুঃখজনক পরিস্থিতি ব্যথিত করল আমাকে _ গত বছর করোনা ভু-আবহ কাটিয়ে উঠেছি সবে;সেই মুহূর্তে সকল দুঃখ,কষ্ট, বেদনাকে ভুলিয়ে আনন্দ-সম্ভোগের ঠিকানা হয়ে উঠেছিল এতদঞ্চলের প্রকৃতি নিংড়ানো সৌন্দর্য্য! ঝাড়খণ্ডের রাজ্য ফুল ' পলাশ '। আর পুরুলিয়ায় প্রচুর পলাশ হয়; বসন্তে নতুন রাগে রেঙ্গে ওঠে পুরুলিয়া। লাল পলাশে রাঙা পুরুলিয়াকে তাই বসন্তের অগ্রদূত বলে। কবিগুরুর ভাষায়, "সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ/ নব পুষ্পরাজি /বর্ষে বর্ষে আনিয়াছ,/তাই লয়ে আজও পুনর্বার/ সাজাইলে সাজি।" 'গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ'শুধু কবিগুরুর নয়,মন ভোলায় আমাদেরও।'বাহামণি'-র বাপের ঘরটো ইদিক পানেই হবেক_পলাশ বনী।পুরুলিয়ার সাঁওতাল সম্প্রদায়ের একটি আনন্দ উৎসব 'বাহা'_বসন্ত উৎসব। মহুয়া, বুনো ফল ও ফুলের প্রথম কুঁড়ি আসার সময় কার প্রার্থণা।সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড)। বাহা মণিদে...